আমাদের ভারত, মালদা, ২৯ নভেম্বর: রেল ইঞ্জিন বিকল হয়ে মালদা কোর্ট স্টেশনে উত্তেজনা। ট্রেন দাঁড়িয়ে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জানাগেছে, মালদা–কাঠিহার ডিএমইউ পাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে প্রায় দেড় ঘন্টা ধরে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে মালদা কোর্ট স্টেশনে। স্টেশন ম্যানেজার ট্রেন চলাচলের বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। যাত্রীরা দুর্ভোগে পড়েন। অভিযোগ, প্রায়ই এমন ঘটনা ঘটে। নিত্য যাত্রীরা এর ফলে ঠিক সময়ে নিজেদের গন্তব্যে যেতে পারেন না। বারংবার বিষয়টি কাঠিহার ডিভিশনের কর্তাদের জানানোর পরও কোনও সুরাহা হয়নি। তাই আজ যাত্রী দুর্ভোগ চরম আকার নেয়।
যাত্রীরা জানান, এই ট্রেনে নিত্যযাত্রী ও অফিস যাত্রীরা তাদের চাকরি স্থলে যান। কিন্তুু প্রায়ই লেটের কারনে তাঁরা সঠিক সময়ে কর্মক্ষেত্রে যেতে পারেন না। বিষয়টি রেল কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।