Rath, bowbazar, বহুবাজারে গোবিন্দ সেন লেনের দে বাড়িত টানা হলো ঐতিহ্যের রথ

আমাদের ভারত, কলকাতা, ১৫ জুলাই: সোমবার ছিল উল্টোরথ। রাজ্যের নানা স্থানের মত মধ্য কলকাতার বউ বাহুজারে গোবিন্দ সেন লেনের দে বাড়িতেও রথ টানা হয়।

এবার দে বাড়ির রথের ১২৫ বছর পূর্ণ হল। এই বাড়ির জগন্নাথ মূর্তি নির্মিত হয়েছিল পুরীর নব কলেবরের আগে, জগন্নাথ মূর্তি সমাহিত করার আগে অবশিষ্ট দারুব্রহ্ম কাঠ থেকে। রথটি শাল-সেগুন এবং নিম কাঠের তৈরী।

গবেষক সুস্বাগত বন্দ্যোপাধ্যায় জানান, আগে রথের সময় এই রথ রাস্তায় বেরত। এখন আর বেরোয় না। বৈদ্যনাথ দে-র সহধর্মিনী চুনিমণি দাসী বাংলার ১৩০৭ সালের মাঘ মাসে এখানে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। বহুবাজার শিবমন্দিরের পাশ দিয়ে বামদিকের গলিতে এই দে বাড়ি। আগ্রহীদের অনেকেই এদিন রথ দেখতে আসেন দে বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *