পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: কেশপুরে পথ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্য সরকার। সোমবার বিকেলে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, ৪ নং গোলাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু দলবের, এছাড়াও ব্লক প্রশাসন আধিকারিক, ব্লক কৃষি আধিকারিক, পরিবহন বিভাগ ও পুলিশের কর্তা ব্যক্তিরা। দুর্ঘটনায় মৃত্যুর কারণে দুর্ঘটনাজনিত বীমা হিসেবে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে বলে জানান কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক কৌশিক রায়। পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার দায়ভার প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলেও জানান তিনি।
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, আমরা শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এসেছি। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, তার পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। সেই সঙ্গে পরিবারের যে কোনো সমস্যায় পাশে রয়েছি আমরা। শোকাহত পরিবারে মৃতের ভাই সঞ্জয় ভুঁইঞা বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওনারা আমাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।