পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম মেদিনীপুর শহরে তরুণ সংঘ ব্যায়ামাগার এবং রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিনদিনের আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর সূচনা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি, মেদিনীপুর জেলা মহুকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সমাজসেবী শান্তুনু চক্রবর্তী, তপন ভকত, নন্দলাল ভকত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ এবং বিশিষ্ট অ্যাথলেটিকরা।
জেলার মোট তিনটি জায়গায় অরবিন্দ স্টেডিয়াম, জামতলা মাঠ এবং খড়্গপুর আইআইটি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের ১৭টি রাজ্যের প্রায় দেড় হাজার প্রতিযোগী মোট ৩৭৫ টি ইভেন্টে অংশগ্রহণ করেন। ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ-বৃদ্ধারাও নানা ইভেন্টে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার মুখ্য আকর্ষণ হল প্রাক্তন বিধায়ক তথা তরুণ সংঘ ব্যায়ামাগারের সদস্যা চুনীবালা হাঁসদা ৬০ বছরের ঊর্ধ্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং পুরষ্কার লাভ করেন।