জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: শনিবার রাতে শেষ হল মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান বজরং ব্যয়ামাগারের উদ্যোগে আয়োজিত সুধা তুলসীয়ান, বিন্দা দেবী মেমোরিয়ালের তিনদিনের দিন-রাতের ক্রিকেট প্রতিযোগিতা। ফাইনালে রূদ্ধশ্বাস লড়াইয়ে ঘাটাল শিলাবতীকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রঙ্গোলি রাইডার্স।
বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ বছরে পা দেওয়া অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম মেগা স্পোটর্স ইভেন্ট তিন দিনের দিন রাতের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ডাঃ রশ্মি কোমল। প্রতিযোগিতায় জেলা ও রাজ্যের পাশাপাশি ওড়িশা, ঝাড়খন্ড, বিহারের টিম এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। পাশাপাশি আরও অন্যান্য রাজ্যের বেশ কিছু ক্রিকেটার, আইপিএল ও রনজি স্তরের বেশ কিছু ক্রিকেটারও বিভিন্ন দলের হয়ে এই প্রতিযোগিতায় খেলেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মূল টুর্নামেন্টের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের উৎসাহিত করতে শুক্রবার বিকেলে অনুর্ধ ১৬ ক্রিকেটারদের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে শ্রীপুর ঘাটালকে হারিয়ে ফাইনালে ওঠে রঙ্গোলি রাইডার্স, অন্যদিকে ঝাড়খন্ডের একটি দলকে সেমিতে হারিয়ে ফাইনালে যায় ঘাটাল শিলাবতী। ফ্লাড লাইটের আলোতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে রঙ্গোলি রাইডার্স ৬ উইকেটে ১৭৬ রান করে। রান তাড়া করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে থেমে যায় ঘাটাল শিলাবতীর ইনিংস। ৬ রানে জয়ী হয় রঙ্গোলি। ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফির পাশাপাশি নগদ আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দল নগদ এক লাখ টাকা এবং রার্নাস দলকে নগদ ৭০ হাজার টাকা দেওয়া হয় প্রাইজ মানি হিসেবে। এর পাশাপাশি প্রতিটি ম্যাচের ম্যান-অফ-দ্য-ম্যাচ, টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট উইকেট কিপার, বেস্ট ফিল্ডারকেও পুরস্কৃত করা হয়। পাশাপাশি ক্রিকেটে বিশেষ অবদানের জন্য প্রাক্তন ক্রিকেটার সত্যপ্রকাশ কৃষ্ণাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষ পাল, প্রাক্তন ক্রিকেটার সত্যপ্রকাশ কৃষ্ণা, জেলা পরিষদের কর্মাধক্ষ্য নির্মল ঘোষ, ডিসিসিআই’য়ের চেয়ারম্যান আনন্দগোপাল মাইতি, প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, টুর্নামেন্ট কমিটির কার্যকরী সভাপতি বরুন আগরওয়াল, কমিটির যুগ্ম আহ্বায়ক কুন্দন গোপ ও প্রসেনজিৎ সাহা, কৌশল সিং, বিশাল তুলসীয়ান প্রমুখ।
টুর্নামেন্ট কমিটির পক্ষে কুন্দন গোপ জানান, বিগত দিনগুলোর মতো এবারেও মেদিনীপুর শহর তথা জেলার মানুষের আর্শীবাদ নিয়ে অসংখ্য দর্শকদের উপস্থিতেতে এই প্রতিযোগিতা সফল হয়েছে। মাঠে উপস্থিত দর্শকদের পাশাপাশি আরও বেশি সংখ্যক ক্রীড়ামোদীর কাছে খেলার আনন্দ পৌঁছে দিতে প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি ফেসবুক ও ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয বাংলা, হিন্দি, ইংরেজি ধারাবিবরণী সহ।