পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: পুরাতন ভাবনাকে তুলে ধরেছে মেদিনীপুর শহরের হাতার মাঠের সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গা পুজো কমিটি। তাদের এবারের পুজো ৭২ বছরে পড়লো। এবছরের তাদের পুজোর থিম শিল্প ভাবনায় ইতিকথা।

পুজো কমিটির পক্ষ থেকে শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পুজো কমিটির পক্ষে তাপস সিনহা, শান্তুনু চক্রবর্তী, শিশির পালধি জানান, পুরাতন দিনের স্মৃতিকে তাঁরা পুজোর থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
থাকছে ডাকঘর, রানার, পুরাতন দিনের গানের রেকর্ড, সিডি, চিঠি লেখার পোস্ট কার্ড, চিঠি ফেলার বাক্স যা ইউটিউব, ফেসবুক, ডিজিটাল জুগে প্রায় হারিয়ে গেছে। একেই নতুন প্রজন্মের শিশুদের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবীণদের কাছে স্মৃতি মেদুর করে তুলবে তাদের পুজোর থিম শিল্প ভাবনায় ইতিকথা। অতীতকে তুলে ধরার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়।

সেইসঙ্গে আরো জানানো হয় যে, সামনের দিকে আলোর পথ ধরে এগিয়ে যেতে অতীতকে তুলে ধরার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই পুজো মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতিবছরের মতো এ বছরও তাদের পুজো দর্শকদের নজর কাড়বে বলে পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তাপস সিনহা জানান।


