আমাদের ভারত, ১৪ আগস্ট: বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সামাজিক মাধ্যমে ফের সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি লিখেছেন, “পঁচাত্তর বছর গত হলেও শুধু ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিরলস চেষ্টায় যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, গোটা বাংলাটাকে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া যায় নি, সে দুঃখ বাঙালি মোছলমানেরা এখনো ভুলতে পারছে না। সেই সঙ্গে কিছু টুপি-দাড়ি-ওয়ালা হিন্দুরাও পারছে না। সেইজন্য, যে মহামানবের জন্য আমরা বাঙালি হিন্দুরা আজ ভারতের গর্বিত নাগরিক, তাকেই গালি দেয়।”
অপর একটি এক্স-বার্তায় তথাগতবাবু এদিন লিখেছেন, “পূর্ববঙ্গ/পূর্ব পাকিস্তান/বাংলাদেশ থেকে বাঙালি মুসলমান এক কোটির উপর বাঙালি হিন্দুকে তাড়িয়ে পথের ভিখারী করেছে। আনুমানিক কয়েক লক্ষ হিন্দু খুন করেছে, নারীধর্ষণ করেছে। এখনো করছে। ঠিক বলছি না ভুল বলছি? বাকি কথাগুলো এত অলীক ও অর্থহীন যে কষ্ট করে সেগুলোর প্রতিবাদও করছি না।”
আরও একটি এক্স-বার্তায় তথাগতবাবু এদিন লিখেছেন, “মাথায় পরিষ্কার করে ঢুকিয়ে নিন। ‘বাঙালি’ বলে কিছু হয় না – হয় ‘বাঙালি হিন্দু’ না হয় ‘বাঙালি মুসলমান’। বাঙালি মুসলমানের হাতে বাঙালি হিন্দু যত নির্যাতিত হয়েছে এত আর কোনো জনগোষ্ঠী হয়েছে কি না সন্দেহ। অতএব যেটা হচ্ছে সেটা বাংলাদেশে হিন্দু নির্যাতনের স্বাভাবিক প্রতিক্রিয়া।”