আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি: গত বছরের মার্চের শেষ থেকে করোনার জন্য দীর্ঘ ৯ মাস কলেজ বন্ধ। কবে খুলবে এখনও তার কোনও নিশ্চয়তা নেই। কলেজ বন্ধের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ভর্তির ফি জমা দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে পাঁশকুড়া বনমালী কলেজ কর্তৃপক্ষ। এরই জেরে ছাত্র-ছাত্রীরা অরাজনৈতিক মঞ্চ স্টুডেন্টস ইউনিটি গড়ে তুলে আন্দোলনে নেমেছে।
গত ২ জানুয়ারি প্রায় এক হাজার ছাত্রছাত্রী অধ্যক্ষকে ফি মকুবের দাবি জানিয়ে গণ মেল পাঠিয়েছে। এই অন্দোলনের ফলে কলেজ কর্তৃপক্ষ ফি কমানোর নোটিশ দিয়েছে। কিন্তু সম্পূর্ণ সেমিস্টার ফি মকুবের দাবি নিয়ে আজ পাঁচ শতাধিক ছাত্রছাত্রী কলেজে গিয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবি, লকডাউনে অনেক পরিবারের আয় নেই। দীর্ঘ ৯ মাসের বেশি সময় ধরে কলেজ বন্ধ। আগের সেমিস্টারে পুরো টাকা দিয়ে দেওয়া হয়েছে। অনলাইন পরীক্ষার জন্য ফি নেওয়া হয়েছে। আজ কলেজ কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছিলেন। ফি কমাবেন বলে আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকরীরা জানিয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী নোটিশ না বেরনো পর্যন্ত আন্দোলন স্থগিত থাকছে। যদি দেখা যায় নামমাত্র ফি কমিয়েছেন কলেজ কর্তৃপক্ষ, তাহলে আবার আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা।

