পুলিশি তৎপরতায় নির্বিঘ্নে পরীক্ষায় বসল ছাত্র

আমাদের ভারত, কলকাতা, ১৬ মার্চ: পুলিশি তৎপরতায় নির্বিঘ্নে পরীক্ষায় বসতে পারল এক ছাত্র।

বৃহস্পতিবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, আজ সকাল ১০.১০ নাগাদ স্ট্র্যান্ড রোড এবং মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলের কাছে দেখা যায়, হন্যে হয়ে তার পরীক্ষা কেন্দ্র খুঁজে চলেছে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। দিশেহারার মতো একবার এদিকে হাঁটছে, একবার ওদিকে। তাকে প্রশ্ন করে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি ইনস্পেকটর শৌভিক চক্রবর্তী জানতে পারেন, কোনও এক সরু গলির মধ্যে অবস্থিত পরীক্ষা কেন্দ্রের পথ ভুলে গিয়েছে সে। আগের দিন পরীক্ষা দিতে এসে সেই পথে গিয়েছিল বটে, কিন্তু সে তো মাত্র একবার। আজ আর মনে পড়ছে না।

যে সরু গলিই হোক, তাতে চারচক্র গাড়ি ঢুকতে অসুবিধে হতে পারে বুঝে সার্জেন্ট শুভজিৎ পালকে শৌভিক চক্রবর্তী অনুরোধ করেন, মোটরবাইকে করে যদি তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আনন্দের কথা, পরীক্ষায় বসতে পারে সেই ছাত্র। কলকাতা ট্রাফিক পুলিশের এই তৎপরতাকে কৃতজ্ঞতা জানায় সে এবং ওসি ইনস্পেকটর শৌভিক চক্রবর্তীর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *