আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জানুয়ারি: গত ৭ জনুয়ারি রাতের অন্ধকারে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ছাত্র পরিষদের নামে সবং জুড়ে কিছু ফ্লেক্স লাগানোর অভিযোগ ওঠে। আজ শনিবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি অনুপম ভট্টাচার্য, এছাড়া সবং ব্লক এবং সবং কলেজ ছাত্র পরিষদের পক্ষ থেকে মুকেশ বক্সি, সেক ওয়াসিম, সেক সাদ্দাম, ইনজামাম সহ অন্যান্য নেতৃত্ব।


