Champions trophy, Jama masjid, চ্যাম্পিয়ন ট্রফির বিজয় মিছিলে জামা মসজিদ চত্বর থেকে ছোড়া হল পাথর, অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে নামল পুলিশ বাহিনী

আমাদের ভারত, ১০ মার্চ: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দ মিছিলে পাথর ছোড়া হলো মসজিদ চত্বর থেকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌ-তে। ক্ষণিকের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানে। আগুন ধরিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী দোকান ও বেশ কয়েকটি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়। মৌতে সেনা ছাউনি রয়েছে, তাই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকেউ।

রবিবার রাতেই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে গোটা দেশ। প্রায় সর্বত্রই তেরেঙ্গা নিয়ে বিজয় মিছিল করতে রাস্তায় নামে আমজনতা। সেইরকমই বেশ কয়েকজন মিলে মিছিল করছিল মৌ-তে।

আনন্দ করতে করতে জামা মসজিদ এলাকায় পৌঁছে যায় সেই মিছিল। আর তখনই ঘটে বিপত্তি। আচমকাই মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় মসজিদ সংলগ্ন এলাকা থেকে। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

জানা যায়, এলাকার বেশ কিছু দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেকেই কোনরকমে প্রাণ বাঁচিয়ে পালান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইন্দোর রুরাল এবং ইন্দোর সিটি দুই কেন্দ্রের পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। প্রস্তুত রাখা হয়েছে সেনাকেও।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তিনজন আহত হয়েছে বলে খবর। গোটা ঘটনার তদন্ত হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *