রাজ্য সরকারটা চলছে সমাজবিরোধী আর পুলিশের মেলবন্ধনে, অভিযোগ সায়ন্তন বসুর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: “রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে সমাজবিরোধী আর পুলিশের মেলবন্ধনে, রাজ্যে আইনশৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে।” উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

তিনি বলেন এরাজ্যে এখন প্রতিদিন আইনশৃঙ্খলার অবনতি ঘটে চলেছে। তৃণমূল দলটা একটা ডাকাতের দল। হার্মাদ সমাজবিরোধী ও পুলিশের মেলবন্ধনে চলছে তৃণমূল কংগ্রেস। সায়ন্তন বসু অভিযোগ করে বলেন এই রাজ্যে এমন অবস্থা যে বিজেপি করাটা এখানে অপরাধ। রাজ্যে আরও অনেক মৃত্যু হবে। সায়ন্তন বসুর আশঙ্কা তিনিও থাকবেন কিনা বলতে পারছেন না। তবে আগামী নির্বাচনে বাংলার মানুষের গণতান্ত্রিক চেতনা ফিরবে। মানুষ এই অগণতান্ত্রিক স্বৈরাচারী এবং হত্যাকারী তৃণমূল সরকারকে উৎখাত করে বিজেপির সুশাসন আনবে বলে আশা করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *