আমাদের ভারত, ২১ মে: হ্যাশট্যাগ ‘মমতা ইনসাল্টস সাধু’ দিয়ে প্রচারে নামল পশ্চিমবঙ্গ বিজেপি। দলের দাবি, সাধুদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘৃণ্য বক্তব্যে’ ক্ষুব্ধ সাধুরা।
মঙ্গলবার বিজেপি-র তরফে এই সঙ্গে লেখা হয়েছে, “যখন তৃণমূল ত্রাণ সামগ্রী চুরি করতে ব্যস্ত থাকে, তখন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের মতো এই হিন্দু সংগঠনগুলিই মানুষকে ত্রাণ পৌঁছে দেয়।
কে কার্তিক মহারাজ? কেন মমতা তাকে আক্রমণ করছেন?
১). তিনি প্রায় ৩০০০ শিক্ষার্থী নিয়ে ১২টি স্কুল পরিচালনা করেন
২). তিনি জনজাতি মেয়েদের জন্য ১টি স্কুল পরিচালনা করেন
৩). তিনি জনজাতীয় বাচ্চাদের বৃত্তি দেন।
৪). একটি হাসপাতাল চালান
৫). তার স্কুল, হাসপাতালের বিভিন্ন পদে প্রায় ৫০০ জনকে চাকরি দিয়েছেন
৬). তিনি ১০০টি পরিবারকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের সুরক্ষা ও সেবা দিয়েছিলেন।
Mamata should be publicly punished for her anti Hindu remarks and behaviour! She must be put into jail immediately before blood shedding and rioting! It’s very dangerous for the nation! She has been constantly doing anti state activities subversive of the state and of the nation as a whole! Her entire party should be band asap! She and her entire cabinet should be in jail including her most corrupted nephew Abhishek!