করোনা আবহে গঙ্গাসাগর মেলায় একাধিক নতুন পদক্ষেপ রাজ্য প্রশাসনের

রাজেন রায়, কলকাতা, ১০ জানুয়ারি: করোনা আবহে গঙ্গাসাগর মেলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ সাধারণ মানুষকে অনলাইনে গঙ্গাসাগর মেলার পুজো এবং ই-স্নান করার কথা বলা হলেও কিছু সংখ্যক মানুষ গঙ্গাসাগরে উপস্থিত হবেন, এমনটা ধরেই নিচ্ছে রাজ্য প্রশাসন। তাই অন্যান্য বছরের তুলনায় এবারের গঙ্গাসাগর মেলায় নতুন কিছু পদক্ষেপ নিয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন।

এবার তীর্থযাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের মেডিক্যাল স্ক্রিনিং করা হবে৷ বায়ো মেডিকেল বর্জ্য নিষ্পত্তি করা, মাস্ক ও স্যানিটাইজেশন ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হবে। এছাড়া মেলায় থাকছে কন্ট্রোল রুম, কল সেন্টার এবং তথ্য ব্যবস্থাপনা৷

অন্যদিকে গঙ্গাসাগর মেলায় আসার পথে বিভিন্ন জায়গায় মেডিকেল স্ক্রিনিং ক্যাম্পের পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিং (আরএটি) সুবিধাগুলি স্থাপন করা হবে৷ সাগর মেলা ডিউটিতে নিযুক্ত কর্মীদের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে, তাদেরকে কাকদ্বীপে একটি সেফ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ মেলার জন্য ইতিমধ্যে ৫১৫ শয্যা ধারণ ক্ষমতা সম্পন্ন ছয়টি কোভিড হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে৷ এগুলো হল- এম আর বাঙ্গুর হাসপাতাল (২০০), কে এস রায় টিবি হাসপাতাল(১৩০), ইএসআই জোকা হাসপাতাল(১২০), ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (৪০), কাকদ্বীপ অস্থায়ী কোভিড হাসপাতাল(৩০), রুদ্রনগর অস্থায়ী কোভিড ওয়ার্ড ও মেটারনিটি কেস (৫)৷

মেলায় কোনও তীর্থযাত্রী কোভিড পজিটিভ হলে, তাদের ওই ছয়টি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে৷ সাগর মেলা চলাকালীন কোভিড পজিটিভ রোগীদের জন্য ৬৪৫ শয্যা কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে৷ পাশাপাশি বিভিন্ন পয়েন্টে ১০২টি অ্যাম্বুলেন্স থাকবে, তার মধ্যে ৪টি অ্যাম্বুলেন্সকে কাকদ্বীপ লট -৮ এরিয়া এবং কচুবেড়িয়া, মেলা গ্রাউন্ড অস্থায়ী হাসপাতালে, সিরাকোল পিএইচসি থেকে নামখানা নারায়ণপুর পিএইচসি যাওয়ার পথে আরও ১৫ টি অ্যাম্বুলেন্স রাখা হবে৷ পুণ্যার্থীদের সুবিধার জন্য একাধিক বন্দোবস্ত করা হয়েছে। গঙ্গাসাগর মেলার সময়ে ১৬০০ অতিরিক্ত বাস চালাবে রাজ্য সরকার।গঙ্গাসাগর মেলার সময় ভিড় সামলাতে এবছর রাজ্য পরিবহণ নিগমের ৭৭০টি বাসের পাশাপাশি এসবিএসটিসি অতিরিক্ত প্রায় ৯০০টি বাস চালাবে৷ ১৭ জানুয়ারি পর্যন্ত বিশেষ এই পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে এই বিশেষ বাস পরিষেবা চালু থাকবে। এছাড়াও শিয়ালদা ডিভিশনে চলবে অতিরিক্ত রেল পরিষেবা। প্রয়োজনে পুণ্যার্থীদের জন্য থাকবে বিশেষ গাড়ির ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *