Udayan Guha, TMC, শিরদাঁড়া এমনভাবে বেঁকানো হবে যে আর সোজা হবে না, বিতর্কিত মন্তব্য করে হুঁশিয়ারি উদয়ন গুহর

আমাদের ভারত, ১৮ অক্টোবর: রাজ্যে উপনির্বাচন ঘোষণা হলেও উৎসবের আমেজে ভোট প্রচার সেভাবে শুরু হয়নি। কিন্তু ভোটকে সামনে রেখেই হুঁশিয়ারির সুরে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর কথায়, যারা শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জবাব দেওয়া হবে ভোটে।

উপ নির্বাচনের সুর বাঁধতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। তিনি বলেন, সে রামই হোক, বামই হোক বা অন্য রাজনৈতিক দল, যারা শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিরদাঁড়া এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আগামী দিনে বাঁকা শিরদাঁড়া নিয়ে লাঠিতে ভর দিয়ে তাদের চলতে হবে।

আর জি কর কান্ডের প্রতিবাদে চিকিৎসকরা শিরদাঁড়া নিয়ে আন্দোলন করেছেন। মঙ্গলবার রাজ্য সরকারের পুজো কার্নিভালের দায়িত্ব থাকার সময় যে সরকারি চিকিৎসককে পুলিশ গ্রেফতার করেছিল তার পরণে ছিল শিরদাঁড়া বিক্রি নেই লেখা টি শার্ট। এছাড়াও এর আগে সেপ্টেম্বরে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিকী শিরদাঁড়া দিয়েছিলেন জুনিয়ার ডাক্তাররা তার হাতে। রাজ্যে দুর্গা পুজোর থিম হতেও দেখা গিয়েছে শিরদাঁড়া। কিন্তু বিতর্ক তৈরি হতে শেষ পর্যন্ত কিছু পুজো কমিটিকে পিছু হঠতে হয়েছে। উদয়নবাবু্র এই আক্রমণ আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে, নাকি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি তা স্পষ্ট করেননি তিনি। তবে মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা হুঁশিয়ারি এখনো সময় রয়েছে। নিজেকে শুধরে না নিলে আগামী দিনে মানুষ তার জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *