Jalpaiguri, Worker, উঠলো ধর্না অবস্থান, শ্রম দফতরের সরকারি নিয়ম অনুযায়ী বোনাস পাবেন মোহিত নগরের সিমেন্ট কারখানার ঠিকা শ্রমিকরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ অক্টোবর: তৃণমূলের পতাকা ব্যবহার করে জলপাইগুড়ির মোহিত নগরের এক সিমেন্ট কারখানার সামনে ধর্নায় বসেছে ঠিকাদারের একাংশের অধীনের থাকা কর্মী। তাঁদের দাবি, পুজোর বোনাস দিতে হবে। এর জেরে কয়েকদিন ধরে কারখানায় অচলাবস্থার সৃষ্টি হয়। প্রতিদিন পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি হচ্ছিল কারখানা কর্তৃপক্ষের। শুক্রবার সদর বিডিও অফিসে বৈঠক হয় সমস্যা সমাধানের জন্য।

সিমেন্ট কারখানার সামনে কর্মীদের একাংশ ধর্না অবস্থানে বসেছিল। অস্থায়ী কর্মীদের দাবি, পুজোর বোনাস কুড়ি শতাংশ হারে দিতে হবে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ঠিকাদারের অধীনে থাকা কর্মীদের কুড়ি শতাংশ হারে বোনাস দেওয়া সম্ভব নয়। এই নিয়ে ধর্না ও কারখানায় অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। অবশেষে আলোচনার মাধ্যমে সমস্যা মিটলো বলে দাবি।

বৈঠক শেষে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, “শ্রম দফতরের কমিশনার এসেছিলেন বৈঠকে। কর্মীদের সমস্যা নিয়ে আলোচনা হয়। কর্মীরা শ্রম দফতরের সরকারি নিয়মে যা পাবেন সবটাই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আন্দোলন তুলে নেওয়া হচ্ছে। কারখানা স্বাভাবিক ভাবে চলবে।”

এ দিকে আইএনটিটিইউসি জেলা কমিটির দাবি, সিমেন্ট কারখানার কর্মীরা তৃণমূল কিংবা আইএনটিটিইউসি’র সঙ্গে আলোচনা করে ধর্না করেনি। উল্টে যে সকল কর্মী আইএনটিটিইউসি’র পতাকা ব্যবহার করেছেন দলের নির্দেশ ছাড়াই। এই কারণে সিমেন্ট কারখানার আন্দোলনের সঙ্গে যোগ নেই আইএনটিটিইউসি’র। তৃণমূল নেতা কৃষ্ণ দাস তৃণমূলের শ্রমিক সংগঠনের কোনও
দায়িত্বে নেই। এ দিন বিডিও অফিসে যে বৈঠক হয় সেখানে আইএনটিটিইউসি দলকে আমন্ত্রণ জানানো হয়নি, এই কারণে শ্রমিক সংগঠনের কোনও প্রতিনিধি বৈঠকে ছিলেন না বলে জানালেন আইএনটিটিইউসি জেলা সভাপতি তপন দে।

তিনি বলেন, “শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য শ্রম দফতর রয়েছে। সেখানে আলোচনা করে বোনাসের সমস্যা মিটিয়ে কারাখানার কাজ চালু করতে হবে। মুখ্যমন্ত্রী চান না কোনও কারখানা বন্ধ হোক। আর এই অনুরোধ জানাবো সকল কর্মীদের। দলীয় ঝাণ্ডা দলকে না জানিয়ে ব্যবহার করার জন্য কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের ঝাণ্ডা ব্যবহার করা হচ্ছিল এতদিন, এটা আর চলবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *