অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে ভূগোল পরীক্ষা দিতে বসে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে তপসিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই পরীক্ষার্থীর নাম মৌসুমি সরেন। সে আগুইবনী হাই স্কুলের ছাত্রী ঐ স্কুলের সেন্টার পড়েছে তপসিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। আজ সে পরীক্ষা কক্ষে বসার পরেই তার জ্বর, পায়খানা ও বমি একসাথে শুরু হয়। মৌসুমি অসুস্থ হয়ে পড়ে। তারপরেই তাকে তপসিয়ায় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের বেডে বসেই সে পরীক্ষা দেয় বলে তপসিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে।