কামাক্ষাগুড়ি হাই স্কুল প্রাঙ্গনে শুরু হল সপ্তম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলা

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৫ জানুয়ারি: শুরু হল সপ্তমবর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি হাইস্কুল প্রাঙ্গনে শুক্রবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী ৬দিন। বইমেলাকে ঘিরে একদিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই এই বইমেলাকে ঘিরে এখন ছোট্ট জনপদ কামাক্ষ্যাগুড়ি এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

বিগত ছয় বছর আলিপুরদুয়ার জেলাসদরে জেলা বইমেলা অনুষ্ঠিত হলেও এবার বইমেলা পৌঁছে গেছে কুমারগ্রাম ব্লকের অন্যতম জনপদ কামাক্ষাগুড়িতে।আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি হাই স্কুল প্রাঙ্গনে টানা ৬ দিন চলবে মেলা। শেষ হবে ২০ জানুয়ারি। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ছয়দিনের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধীপতি শিলাদাস সরকার, ত্রাণ ও উদ্বাস্তু দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, বইমেলা আয়োজক কমিটির অন্যতম ধীরেশ চন্দ্র রায়, জেলা গ্রন্থাগারিক শিবনাথ দে প্রমুখ।

জানা গিয়েছে, এবারের বইমেলাতে ৬৭টি স্টল থাকছে। ৫০টি প্রকাশনা সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন।”বই কিনুন, বই পড়ুন, বইয়ের কোনও বিকল্প নেই” এই স্লোগানকে সামনে রেখে এবারের বইমেলা শুরু হয়েছে। বইমেলাকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকেই কামাক্ষাগুড়িতে শিক্ষানুরাগী মহল, ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ছড়িয়েছে।ফেসবুকেও স্থানীয়রা নিজেদের মত করেই প্রচার করেছেন। এদিন রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে উপস্থিত সকল বক্তাই বইমেলা, বই পড়ার তাৎপর্য, গুরুত্ব নিজেদের মত করে ব্যাক্ষা করেছেন। এদিকে প্রথমদিনই প্রকাশনা স্টলগুলিতে ভিড় জমিয়েছেন বহু শিক্ষানুরাগী মানুষ থেকে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *