সংশোধিত ভোটার তালিকা প্রকাশ, প্রায় ৬ লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন

রাজেন রায়, কলকাতা, ১৫ জানুয়ারি: খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মাস দেড়েক ধরে বিভিন্ন নাম সংযুক্তিকরণ এবং বিয়োজনের পর শেষ পর্যন্ত শুক্রবার পূর্ব ঘোষণা মতো চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করল নির্বাচন কমিশন। উল্লেখযোগ্য ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে প্রায় ৬ লক্ষ নাম। এদিন দুপুরে কমিশনের তরফে এই নতুন তালিকা প্রকাশ করা হয়। ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩টি নাম যোগ করা হয়েছে। এই তালিকার উপর ভিত্তি করেই এই রাজ্যে বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

শুক্রবার প্রকাশিত তালিকা অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের মোট ভোটার ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। যার মধ্যে পুরুষ ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬, এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪। এছাড়াও ১,৫৯০ জন তৃতীয় লিঙ্গের ভোটার শামিল রয়েছেন সংশোধিত তালিকায়। ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩টি নতুন নাম এই তালিকায় যোগ হয়েছে। পাশাপাশি ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে দাবি, আগের বারের তুলনায় এবারের ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২.০১ শতাংশ। মোট ভোটারদের মধ্যে কনিষ্ঠতম গ্রুপ অর্থাৎ ১৮-১৯ বছরের মধ্যে থাকা ভোটারদের হার ২.৬৮ শতাংশ। তুল্যমূল্য বিচারে বাংলায় লিঙ্গ বৈষম্য যে হিন্দি বলয়ের যে কোনও রাজ্যের তুলনায় অনেকটাই কম, তাও সাফ হয়ে গিয়েছে। কমিশনের সংশোধিত তালিকায়, প্রতি হাজার জন পুরুষের মধ্যে রাজ্যে বর্তমানে নারীদের সংখ্যা ৯৬১। যা আগের তালিকায় ছিল ৯৫৮। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন দু’দিনের সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে ফিরে যাওয়ার পর শুক্রবারে তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *