আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ আগস্ট: আর জি কর হাসপাতালে ডাক্তার তরুণীকে নির্যাতন করে খুন ও তার পরবর্তী সময়ে দুষ্কৃতী হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার। কোনো সরকারি হাসপাতালে সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য তৎপর হয়েছে প্রশাসন।
ব্যারাকপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর বি এন বসু হাসপাতাল। এবার এই হাসাপাতালের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার রয়েছে তা খতিয়ে দেখতে উদ্যোগী হলো জেলা প্রশাসন। সেই মত এদিন বি এন বসু হাসপাতাল ঘুরে দেখলেন প্রসাশনিক কর্তারা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। প্রতিনিধি দলে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এ ডি সি পি সেন্ট্রাল ইন্দ্র বিদান ঝাঁ, এ সি পি ব্যারাকপুর মহম্মদ বদ্রুজম্মান, হাসপাতাল সুপার অমিতাভ ভট্টাচার্য সহ হাসপাতালের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।