পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: দুর্ঘটনা এড়াতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে গড়বেতা শহরে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় বুধবার। এদিন পথ চলতি বিনা হেলমেট বাইক চালকদের এবং সিট বেল্ট না বেঁধে গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল দিয়ে সচেতন করা হয় ব্লক প্রশাসনের তরফ থেকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও রামজীবন হাঁসদা, জয়েন্ট বিডিও বিবেকানন্দ মান্না, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ অসীম সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু প্রতিহার, সোমনাথ সাহু সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রসঙ্গত, জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের তরফ থেকে একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে পথনিরাপত্তা বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হলেও অসচেতনতার ছবি মাঝেমধ্যেই উঠে আসে।