Sukanta, BJP, “যোগ্যদের অধিকার খর্ব করা যাবে না”, বড় আন্দোলনের হুঁশিয়ারির সঙ্গে ই- মেইলের মাধ্যমে তথ্য জানতে চেয়ে চাকরিহারাদের পাশে সুকান্ত

আমাদের ভারত, ৩ এপ্রিল: এসএসসি-র ২০১৬ সালের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। বিকেলে আরও একদফা প্রতিক্রিয়া দিলেন এক্সবার্তায়। চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আহ্বান জানালেন।

২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরিহারা হবার পরিস্থিতির জন্য আজ সকালেই তিনি সব দায় চাপিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপর। সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ করে দিল না? যদি আজ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার পৃথকীকরণ করে দিত তাহলে আজ ২৫ হাজার ৫৫৩ জনের চাকরি চলে যেত না। শুধুমাত্র অযোগ্যদের চাকরি চলে যেত আর যোগ্যদের চাকরি বহাল থাকতো।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে চাকরিহারাদের পাশে দাঁড়ান। সাংবাদিক সম্মেলনে নিজেদের দোষ স্বীকার না করে পুরো দায় বিজেপি, সিপিএমের ওপর চাপান তিনি। বিরোধীদের অভিযোগ, চাকরিহারাদের সহানুভূতির পালে হাওয়া দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন।

তারপরেই সুকান্তবাবু এর পাল্টায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারতে ঘটা সর্বকালের নিকৃষ্টতম পাপ করল তৃণমূল সরকার। যোগ্যদের বাছাই করে জমা দিতে হবে সিবিআইয়ের কাছে। মহামান্য আদালতের কাছে আর্জি, আরো কিছুটা সময় দেওয়া যায় কিনা বিবেচনা করা হোক। যোগ্যদের পাশে বিজেপি ছিল, আছে ও থাকবে। কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল? আমরা জানতে চাই। যোগ্যদের অধিকার খর্ব করা যাবে না। কারো কাছে কোন তথ্য থাকলে আমায় জানান।” এই প্রসঙ্গে একটি মেইল আইডি-ও দিয়েছেন তিনি— wbssc.sukanta@gmail.com।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *