তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে বনগাঁর বিদ্রোহী নেতা পদত্যাগ করলেন খাদ্য বিভাগের কর্মধ্যক্ষের পদ থেকে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ ডিসেম্বর: গতকাল
মুখ্যমন্ত্রীর জনসভায় গড় হাজির ছিলেন বনগাঁর তৃণমূল নেতা রতন ঘোষ। গতকালই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে জেলা পরিষদের খাদ্য বিভাগের কর্মধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। এরপর রাত পার হতেই বনগাঁর বিভিন্ন এলাকায় রতন ঘোষের নামে পোস্টার পড়ল| এই ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বনগাঁর রাজনৈতিক মহলে|

গতকাল বনগাঁ মহকুমার গোপাল নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপস্থিত ছিলেন না উঃ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের বনগাঁর নেতা রতন ঘোষ। বাড়ির কাছে মুখ্যমন্ত্রীর জনসভায় গরহাজির থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল জনসভাতেই৷ কিছু ক্ষনের মধ্যেই জানা গিয়েছিল তিনি জেলা পরিষদের খাদ্য বিভাগের কর্মধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছেন। রাত পার হতেই সকাল বেলাতেই বনগাঁ শহরে পোস্টার দেখা গেল তার নামে| “দাদা তোমার পথই আমাদের পথ,” – স্লোগানে লেখা পোস্টার দেখা গেল বনগাঁর বাটার মোড়ে, টাউন হল মোড়ে। দলের জন্মলগ্ন থেকেই দল করে এসছেন রতন ঘোষ| হঠাৎ তিনি বিদ্রোহী হয়ে ওঠার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর রাজনৈতিক মহলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *