৩২ তম পথ নিরাপত্তা মাস উদযাপন উপলক্ষে র‍্যালির উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ জানুয়ারি:
৩২ তম পথ নিরাপত্তা মাস উদ্বোধন করল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ পথ নিরাপত্তা মাস উদযাপন উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালির আয়োজন করে। রবিবার এই মিছিলের উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

তিনি বলেন, পথ নিরাপত্তা সপ্তাহ আমরা সারা বছরই পালন করি। ২০১৯ সালে আমাদের এই কমিশনারেট এলাকায় ১৪১ টি পথ দুর্ঘটনা ঘটেছে, ২০২০ সালে সংখ্যাটা কমে ১২৭ টি দুর্ঘটনা ঘটেছে। আমরা আরো নিয়ন্ত্রণে আনতে পারব পথ দুর্ঘটনার সংখ্যা। পথ নিরাপত্তা মাস উপলক্ষে দক্ষিণেশ্বর থেকে সোদপুর পর্যন্ত এদিন জন সচেতনতা মূলক সাইকেল র‍্যালি করেন পুলিশ কর্মীরা। মূলত পথ চলতি নিত্য যাত্রীরা যাতে ট্রাফিক আইন মেনে চলেন, সেই কারনে পথ নিরাপত্তা মাস উদযাপন করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *