আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ জুলাই: ছিনতাই হওয়া কয়েক লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা আদালতের মাধ্যমের ফেরত পেল জলপাইগুড়ির ডিবিসি রোডের এক বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গত ১৮ মার্চ বেসরকারি ব্যাঙ্কের ভিতর থেকে প্রায় ২৮ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।
কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার উঠে আসা দুই দুষ্কৃতীকে বিহার থেকে গ্রেফতার করে। ধৃতরা হলেন চন্দন গোয়ালা, ফাটাপুকুরের বাসিন্দা ও আরিয়ান কুমার, বিহারের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ছিনতাইয়ের পাঁচ লক্ষ টাকা। বৃহস্পতিবার জেলা আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া টাকা কোতোয়ালি থানায় ডেকে আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল।