পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: সারা দেশের সাথে ভারতীয় রেলের খড়্গপুর ডিভিশনে আজ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই সমস্ত প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেন। এদিন খড়্গপুর ডিভিশনের ২১টি রেল স্টেশনে “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট” স্টল উদ্বোধন হয়েছে। এগুলির মধ্যে এই রাজ্যের ১৬টি স্টেশন রয়েছে। বাকি পাঁচটি ওড়িশায়। এছাড়া মঙ্গলবার খড়্গপুর স্টেশনে বহু প্রতীক্ষিত নবনির্মিত জন ঔষধি কেন্দ্রটিকে জাতীর উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সারাদেশে ৪২টি জন ঔষধি কেন্দ্র আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এর মধ্যে খড়্গপুর স্টেশন অন্যতম। একই সঙ্গে খড়্গপুর-পুরি রেলশাখার নেকুরশেনী রেল স্টেশনে নবনির্মিত মালগুদামটি উৎসর্গ করা হয়েছে। খড়্গপুর- মেদিনীপুর রেলশাখার গোকুলপুর স্টেশনের কাছে ওড়িশা মেটালিক্স কারখানায়, ‘গতি শক্তি কার্গো টার্মিনাল’ নির্মাণ করা হয়েছে। সেটিও আজ জাতীর উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে খড়্গপুর ডিভিশনের শালিমার স্টেশনে বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য একটি ডিপো ও ওয়ার্কশপের আজ শিলান্যাস করা হয়েছে।