PM, foundation stones, Kharagpur, মেদিনীপুর, খড়্গপুর ও হিজলী স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ দেশজুড়ে ৫৫৩টি অমৃত ভারত প্রকল্পের অধীনে রেল স্টেশনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই উপলক্ষে, দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের মেদিনীপুর, খড়্গপুর ও হিজলী রেল স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

রেল দপ্তর সূত্রে জানাগেছে, মেদিনীপুর স্টেশনের জন্য ৫৭.২৮ কোটি, খড়্গপুর রেল স্টেশনের পুননির্মাণের জন্য ১১২.৮ কোটি এবং হিজলি স্টেশনের জন্য ২১.৪১ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গেই খড়্গপুর টাউন থানার সামনে একটি রোড ওভার ব্রিজের সূচনা করা হয়। সাংসদ দিলীপ ঘোষ এই রোড ওভার ব্রিজের সূচনা করেন। অন্যদিকে খড়্গপুর রেল স্টেশনের অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় অংশগ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *