রাজেন রায়, কলকাতা, ৮ জানুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে বাঙালি আবেগ ছুঁতে কেন্দ্র-রাজ্য রীতিমতো দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। এর আগে নেতাজির ১২৫ তম জন্মদিবসকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এমনকি কেন্দ্রের কাছে ওই দিন জাতীয় ছুটির দাবি করেন। এবার বঙ্গবাসীর মন পেতে পাল্টা চাল দিল গেরুয়া শিবির। জানানো হয়েছে, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের নির্ধারিত অনুষ্ঠানেই ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ওই দিনই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে ভাষণ দিতে পারেন তিনি।
আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন। বিধানসভা ভোটের আগে এবছর নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে ধরে বাংলায় মাটি আরও শক্ত করতে চাইছে বিজেপি। নেতাজির জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে খোদ প্রধানমন্ত্রী আসছেন বঙ্গ-সফরে।
একদিকে, ‘উন্নয়ন’-কে হাতিয়ার করে বাংলায় ক্ষমতা ধরে রাখতে তৎপর শাসকদল তৃণমূল। অন্যদিকে, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে বাংলা দখলে মরিয়া পদ্ম শিবির।