Modi, Nalanda University, ১৭০০ কোটি টাকায় তৈরি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ঘুরে দেখলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ

আমাদের ভারত, ১৯ জুন: বুধবার বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নালন্দার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মোদী বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। দেশের সম্মান, পরিচয় ও মূল্যবোধ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কিছুদিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে যেতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলে জানান মোদী। নতুন ক্যাম্পাস উদ্বোধনের সঙ্গে মোদী পুরাতন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষও ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর তৃতীয়বার শপথ গ্রহণের পর এটাই প্রথম বিহার সফর নরেন্দ্র মোদীর। তিনি বলেন, শপথ নেওয়ার ১০ দিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয় আসতে পেরেছি বলে আমি খুব খুশি। তাঁর কথায়, নালন্দা কোনো নাম নয়, এটা একটা পরিচয়। আগুন বইকে পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু জ্ঞান ধ্বংস করে দিতে পারে না। নালন্দা ভারতের সৌভ্রাতৃত্বের মন্ত্র, “বসুধৈব কুটুম্বকম” বলে মন্তব্য করেছেন মোদী। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু ভারত নয়, গোটা এশিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ অঙ্গ।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরের পর বছর ধরে এখানে পড়ুয়ারা জ্ঞান অর্জন করতে এসেছেন। বর্তমানে নালন্দায় ২০টির বেশি দেশের ছাত্র-ছাত্রী রয়েছেন। নতুন ক্যাম্পাস উদ্বোধনের আগে, বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন মোদী। ২০১৬ সালে ধ্বংসাবশেষের উদ্বোধনের সময় হেরিটেজ তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। নতুন ক্যাম্পাস উদ্বোধনের সময় মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশের বিদেশ মন্ত্রী এস জয় শংকর, বিহারের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং নালন্দার আচার্য অরবিন্দ পনগড়িয়া। এছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রুনেই, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ ১৭টি দেশের প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নালন্দার নতুন ক্যাম্পাসের দুটি ব্লক রয়েছে। দুটি ব্লকের ক্ষেত্রেই রয়েছে ৪০টি শ্রেণিকক্ষ। মোট ১৯০০ ছাত্রছাত্রীর বসার বন্দোবস্ত রয়েছে ক্যাম্পাসে। এছাড়া ৩০০টি করে আসন যুক্ত দুটি স্টেডিয়াম রয়েছে। ক্যাম্পাসের হোস্টেলে থাকতে পারবেন সর্বোচ্চ ৫০০ জন ছাত্রছাত্রী। নতুন ক্যাম্পাস তৈরিতে কেন্দ্রীয় সরকার ১৭০০ কোটি টাকা খরচ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *