Post office, Bishnupur, বিষ্ণুপুরের মড়ার ডাক ঘরে জমানো টাকা গায়েবের অভিযোগ, বরখাস্ত পোষ্ট মাস্টার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ সেপ্টেম্বর: ডাকঘরে মাসে মাসে জমানো টাকা গায়েবের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় বিষ্ণুপুরের মড়ারে। স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস তারা কষ্ট করে টাকা জমা করেন স্থানীয় মড়ার ডাকঘরে। তাদের পাসবুকে সেই জমা করা টাকার পরিমাণ হাতে করে লিখে দিয়েছেন পোস্ট মাস্টার নিজে। তবে সেই টাকা জমা পড়েনি ডাকঘরে। বেশ কয়েক লাখ টাকার এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। এই প্রতারণার অভিযোগ পেয়েই অভিযুক্ত পোস্ট মাস্টারকে সাময়িক বরখাস্ত করে ঘটনার বিভাগীয় তদন্তে নেমেছে ডাক বিভাগ।

বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার গ্রামীণ ডাকঘরে এতদিন পোস্টমাস্টারের দায়িত্বে ছিলেন শ্রীকৃষ্ণ বেওরা নামের এক ব্যক্তি। কৃষি প্রধান এলাকার অসংখ্য মানুষ অতি কষ্ট করে ওই ডাকঘরে টাকা জমা করেছিলেন রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন প্রকল্পে। ডাকঘরের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার গ্রাহকদের পাসবুকে তা হাতে লিখে নথিভুক্তও করতেন। সম্প্রতি ওই ডাকঘরের একজন গ্রাহক অন্য ডাকঘরে নিজেদের পাসবুক আপ টু ডেট করাতে গিয়ে দেখেন, যে পরিমাণ আমানত তিনি জমা করেছেন তা জমা পড়েনি। এই বিষয়টি জানাজানি হতেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একের পর এক গ্রাহক নিজেদের পাসবুক অন্য ডাকঘরে আপ টু ডেট করাতে গিয়ে দেখেন একই ঘটনা ঘটেছে। তারা ডাকঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পোস্ট মাস্টারকে বরখাস্ত করে ঘটনার তদন্তে শুরু করেছে ডাকঘর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *