রাজু ও অনুব্রতর “ঠ্যাং ভাঙ্গার” রাজনীতি!

আশিস মণ্ডল, বীরভূম, ২৭ জানুয়ারি: “তোমরা আমাদের কর্মীর একটা ঠ্যাং ভেঙ্গেছ। আমরা তোমাদের দুটো ঠ্যাং ভেঙ্গে দেব”। বুধবার বীরভূমের ময়ূরেশ্বর থানার লোকপাড়া গ্রামে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই হুঁশিয়ারি দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরে আগাগোড়া তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যে, যে ভাষা বোঝে তাকে সেই ভাসাতেই বোঝাতে হবে। খেলা হবে এই মাটিতেই। এই মাটিতেই বিজেপির ছেলেরা খেলবে। ভয়ঙ্কর খেলা হবে। অনুব্রত মণ্ডলের গুণ্ডার দল ভয়ঙ্কর খেলা খেলতে এলে হাতে বড় বড় ড্যাং রাখুন। মেরে ঠ্যাং ভেঙ্গে দিন। কাউকে ছাড়বেন না। বীরভূমে ১১-০ করতে হবে”।

তিনি আর বলেন, “দিদি রাম নাম শুনে ক্ষেপে যাচ্ছেন। গাড়ি থেকে নেমে যাচ্ছেন, মঞ্চ ছাড়ছেন। দিদি রাম নাম শুনে এবার নবান্ন ছেড়ে পালিয়ে যাবেন। সাড়া
বাংলাজুড়ে যেভাবে রাম নামের ধ্বনি উঠছে তাতে দিদি বাংলা থেকে পালিয়ে যাবে। পিসি বলছে চার পাঁচটা রাজধানী করতে হবে। আর ভাইপো বলছে ফাঁসিতে যাবে। আমরা বলছি পিসি আর ভাইপোর ইচ্ছে পূরণ হবে। ভাইপো যাবে ফাঁসিতে আর পিসি যাবে কাশিতে”।

অন্যদিকে দুবরাজপুরে দলীয় সভায় অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঘর থেকে বের হতে দেব না। বের হলে ঠ্যাং ভেঙ্গে দেব। পারলে কিছু করে নেবেন। সাবধান”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *