আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ জুন: আজকের ডিজিটাল যুগে মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না। অত্যন্ত জরুরী এই মোবাইল ফোন হারিয়ে গেলে ভয়ংকর অসুবিধার মধ্যে পড়তে হয়। এই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা বড়সড় সাফল্যের নজির সৃষ্টি করল।
জানায়াগেছে, স্থানীয় বাসিন্দাদের থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া পাঁচটি মোবাইল হারিয়ে যায়। থানায় অভিযোগ জানানোর পর খুব কম সময়ের মধ্যে তা উদ্ধার করল পুলিস। গতকাল উদ্ধার করা ফোনগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়া, অনলাইনে কিছু সামগ্রী দেওয়ার নাম করে প্রতারকরা দেবু বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে ৮,২০০ টাকা প্রতারণা করে নিয়ে নেয়। সেই খোওয়া যাওয়া অর্থ উদ্ধার করে তাঁর হাতে তুলে দেওয়া হল। হারিয়ে যাওয়া মোবাইল ফোন অতি অল্প সময়ের মধ্যে প্রাপকরা পেয়ে অত্যন্ত খুশি।