পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ নভেম্বর: হলদিয়ার ভবানীপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ১১৫ টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ। বুধবার বিকেলে হলদিয়ার ভবানীপুর থানায় অভিযোগকারীদের ডেকে তথ্য প্রমাণ নিয়ে তাদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়। মোবাইল তুলে দেন হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে। এছাড়াও ভবানীপুর থানার পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন।
মালিকদের হাতে মোবাইল তুলে দেওয়া পর মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে জানান, এই থানা এলাকা থেকে বিভিন্ন সময় মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের জেলার একটি তদন্তকারি টিম রয়েছে। তাদের সাহায্যে মোবাইল লগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।
হারিয়ে যাওয়া মোবাইলে পেয়ে খুশি মোবাইলের মালিকরা।