Promoter, Baghayatin, বাঘাযতীনের বহুতলের প্রোমোটার গ্রেফতার

আমাদের ভারত, ১৬ জানুয়ারি: বাঘাযতীন কাণ্ডে গ্রেফতার করা হলো অভিযুক্ত প্রোমোটারকে। দক্ষিণ ২৪ পরগনার বকখালির রিসর্ট থেকে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

চারতলা ফ্ল্যাট বাড়ির একাংশ হেলে ভেঙ্গে পড়ার পর থেকেই অভিযুক্ত প্রোমোটার পলাতক ছিলেন। ঘটনার দু’দিনের মাথায় তাঁকে গ্রেফতার করা হলো।

স্থানীয়দের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে ওই বহুতল। ওই এলাকায় চার তলা বাড়ি তৈরির অনুমতি না থাকলেও তিনি সবার আপত্তি অগ্রাহ্য করে চার তলা বাড়ি বানিয়েছেন। তাঁর মাথায় স্থানীয় কাউন্সিলর মিনতি বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলেও দাবি স্থানীয়দের।

মঙ্গলবার বাড়িটি হেলে পড়ার পর থেকেই প্রোমোটারের খোঁজ শুরু করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *