Indian Navy, ভারতীয় নৌবাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র তৈরিতে ২৯৬০ কোটি টাকার চুক্তি

আমাদের ভারত, ১৬ জানুয়ারি: বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ভারত ডায়ানামিক্স লিমিটেড (বিডিএল)–এর মধ্যে চুক্তি হলো ভারতীয় নৌবাহিনীর জন্য ২৯৬০ কোটি টাকা ব্যয়ে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং –এর উপস্থিতিতে দুই পক্ষের আধিকারিকরা চুক্তিতে সই করলেন।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়ে লিখেছে, “সাধারণভাবে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলিতে এই ক্ষেপণাস্ত্র থাকে। ভবিষ্যতেও যে জাহাজগুলি তৈরি করা হবে তাতেও এগুলি যুক্ত করার পরিকল্পনা আছে। ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং উন্নতমানের দেশজ সামরিক প্রযুক্তির বৃদ্ধি ঘটাতে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।

‘আত্মনির্ভর ভারত’ –এ জোর দিয়ে বিডিএল বেশিরভাগ দেশজ উপকরণ সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্রগুলি সরবরাহ করবে ‘বাই ইন্ডিয়ান’ শ্রেণিতে। বিভিন্ন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি সংস্থা সহ প্রতিরক্ষা শিল্পে আনুমানিক ৩.৫ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে এই চুক্তিতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *