নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ নভেম্বর: সন্ধ্যায় গোলাপি বল সামলানো চ্যালেঞ্জ মানলেন ঋদ্ধিমান সাহা। তিনি জানান, “এতদিন ভারতীয় দল কোকাবুরা বলে খেলেছে। এবার আলাদা বলে খেলতে হবে। তবে, এই বলে আমাদের কোনও অসুবিধে হবে না।”
গোলাপি বলে অসুবিধা হবে না বললেও ঋদ্ধিমান বলেন, তবে সন্ধের সময় গোলাপি বল সামলানোটা একটু অসুবিধে হবে। তবে, বাংলার ঘরের ছেলে ঋৃদ্ধিমান নামার আগে কোনও চাপ নিতে রাজি নন। ইডেনে ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি। বলেন, “ঘরের মাঠে স্মরনীয় কিছু করতে সবাই চায়। আমিও তার ব্যাতিক্রমি নই। তবে মাঠের বাইরে এনিয়ে আমার বাড়তি চাপ নেই।” মাঠে নেমেই নিজের সেরাটা দেবেন বলে ইডেনে সাংবাদিক সন্মেলনে জানান পাপালি। পাশাপাশি বাংলাদেশকে কোনও মতেই ছোট করছেন না ঋদ্ধিমান সাহা। বাংলাদেশ অনেক উন্নত ক্রিকেট খেলে। নিজেদের দিনে ওরা মাঠে অপ্রতিদ্বন্দ্বি। তাই ভারত নিজের সবটা দিয়েই গোলাপি বলে প্রথম টেষ্ট শুরু করবে বলে জানান ঋদ্ধিমান সাহা।