মেষ :– অন্যের নিন্দাবাদ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে আপনি নিন্দা কারীকে এড়িয়ে চলুন, বাকবিতণ্ডা না করাই ভালো। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। সুস্থ সন্তান লাভে পারিবারিক দিকে উৎসবের পরিবেশ তৈরী হবে। প্রেম প্রীতি শুভ, দীর্ঘ দিনের প্রেম পরিণয়ে পরিণতি পাবে।
বৃষ :– যানবাহনের কারবারের শো রুম খুলতে পারেন, নতুন রুট পারমিট পেতে পারেন। ব্যবসায়ীদের যারা নতুন কারবার তৈরী করতে চেষ্টা করছেন তারা অবশ্যই সাফল্য লাভ করবেন। শিক্ষক হিসাবে নিজের দায়িত্ব সামলে সমাজ সেবা করতে পারেন অন্য সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন।
মিথুন :– ধন সম্পদ বৃদ্ধি পাবে দান সূত্রে পিতামহ বা মাতামহ ভূসম্পত্তি ও গৃহাদি দেবেন। রাজনীতিতে সাফল্য লাভ হবে। ছাত্রছাত্রীরা নামী দামী স্কুলে ভর্তির ব্যাপারে ঝামেলায় পড়তে পারেন ও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। ব্যবসা বানিজ্য শুরুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিক ভাবে গুছিয়ে রাখুন।
কর্কট :– পারিবারিক সম্পত্তি নিয়ে হঠাৎ করে আইনি সমস্যা সৃষ্টি হতে পারে। খুচরা ছোট্ট বা মাঝারি কারবারের ব্যবসায়ীরা আর্থিক উন্নতির দিকে এগিয়ে যাবেন, ফল, কাঁচা সব্জি, মাছ, মাংস প্রভৃতির ব্যবসায়ীরা ভালো মুনাফা করবেন।মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হবে।
সিংহ :– এন জি ও গঠন করতে পারেন। সমাজ সেবা বা কোন সেবা মূলক প্রতিষ্ঠানে ভালো কাজের জন্য সুনাম অর্জন করবেন। শরীরের প্রতি যত্নশীল হোন, সংযম আনুন নচেৎ হঠাৎ করেই দুরারোগ্য পীড়ায় কষ্ট পেতে পারেন। মাদকদ্রব্য সেবন থেকে দূরে থাকুন। ছাত্রছাত্রীদের পড়াশোনা সঠিক পথেই এগোবে।
কন্যা :– বৈদেশিক বানিজ্যের সাথে আমদানী রপ্তানী কারবারে যুক্ত যারা তাদের আর্থিক উন্নতি ঘটবে। চাকুরীর পরীক্ষা যারা দিয়েছেন তাদের কর্ম সংস্থানের সুরাহা হতে পারে। কেন্দ্র বা রাজ্য সরকারী চাকুরীতে যোগ দিতে পারেন। বিবাহের দিন স্থীর হতে পারে। ছাত্র-ছাত্রীদের বৃত্তি মূলক পরীক্ষা ভালো হবে।
তুলা :– বেসরকারী সংস্থায় যারা কর্মরত তাদের দূরে বদলী হতে পারে বা অন্য কোন নতুন কোম্পানিতে কর্মসংস্থান হতে পারে। সরকারী চাকুরিজীবিদের আর্থিকদিকে উন্নতি। ব্যবসা ক্ষেত্রে ঋণ করে কারবারের শ্রী বৃদ্ধি ঘটাতে পারেন। স্ত্রী ভাগ্যে ধনবৃদ্ধি ঘটবে। ছাত্রছাত্রীরা পরীক্ষাতে বা কোন বিতর্কপ্রতিযোগিতায় পুরস্কৃত ও সম্মান পাবে।
বৃশ্চিক :– দেশের বা গ্রামের উন্নয়নের সাথে যুক্ত যারা সুনাম ও অর্থ দুইই লাভ করবেন। বৃক্ষরোপণ কর্মসূচী সাফল্য মন্ডিত হবে। কর্ম ক্ষেত্রে নানা কাজের ভুলভ্রান্তি ঘটতে পারে, অহেতুক বিতর্ক না করে সকলের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। উচ্চ শিক্ষায় বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার বিশেষ সুযোগ পাবেন।
ধনু :– বাইরে বেরিয়ে দুনিয়াটা সম্পর্কে নতুন অভিজ্ঞতা ঘটবে, দুস্কৃতিকারীদের দ্বারা হেনস্থা হতে পারেন। কারবার কিছুটা মন্দ চললেও ফল ব্যবসায়ীদের ভালো চলবে। কর্মক্ষেত্রে চাকুরী জীবীদের উর্দ্ধতন কর্তিপক্ষের সাথে বিবাদ ও মন কষাকষি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। শিক্ষা ক্ষেত্রে নতুন আলোর সূচনা হতে পারে।
মকর :– ঝামেলা যত তাড়াতাড়ি মিটে যায় তত মঙ্গল। নদী বা সমুদ্রে স্নান করার সময় সাবধান, কাউকে চ্যালেঞ্জ করে বাহাদুরী দেখাবেন না, তাতে বিপদের হাত ছানি আছে । রাস্তাঘাটে সাবধান যানবাহনে দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ীদের পক্ষে শুভ বিশেষ করে শেয়ার বাজারে যারা অর্থ লগ্নি করেছেন। ছাত্র-ছাত্রীদের পক্ষে শুভ।
কুম্ভ :– বিদেশে চাকুরী সূত্রে যেতেপারেন।বিদেশিনীর প্রেমে পড়তে পারেন, প্রেমে সফলতা পাবে। প্রযুক্তি বিদ্যায় উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে সুনাম ও যশ লাভ হবে। ক্রীড়া প্রতিযোগী হিসাবে সুনাম বৃদ্ধি পাবে। বিশেষ করে দাবা ও টেনিস খেলোয়াড়দের। ব্যবসায় প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম হবেন। ছাত্র-ছাত্রীদের পক্ষে শিক্ষা ক্ষেত্রে খুবই শুভ।
মীন :– রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরীতে নিয়োগ পেতে পারেন। ব্যবসা সূত্রে বাইরের রাজ্যে যেতে পারেন, খনিজ সম্পদ নিয়ে কারবার শুরু করতে পারেন বা মণি রত্ন প্রভৃতি মহা মূল্যবান পাথর আমদানি করতে পারেন ব্যবসায়িক কাজের জন্য। টেষ্ট পরীক্ষা ছাত্রছাত্রীর পক্ষে শুভ হবে।