আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ সেপ্টেম্বর: ডাক্তারি মেয়ের নৃশংস হত্যার সুবিচার চেয়ে মিছিলে হাঁটলেন নির্যাতিতার বাবা- মা। শনিবার বিকেলে নাটাগড়ে নির্যাতিতার বাড়ির সামনে থেকে মিছিলে হাঁটেন তাঁরা। তাদের সঙ্গে মিছিলে যোগদান করেন আরো শ’খানেক মানুষ। মিছিল গিয়ে শেষ হয় সোদপুর ট্রাফিক মোড়ে (তিলোত্তমা মোড়)।
এদিন নির্যাতিতার মা বলেন, ‘মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, শুভ বুদ্ধির উদয় হয়েছে। ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক- আমরা এটাই চাই। মুখ্যমন্ত্রী এখনও বলছেন যদি কেউ দোষী থাকে তবে সাজা পাবে। এটা বললে কি কারোর আশা থাকে? আমরা দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই দোষী। তারপরেও মুখ্যমন্ত্রী বলেছেন, যদি কেউ দোষী থাকে… এটা আমার খুব খারাপ লেগেছে। আমি চাইবো মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে দ্রুত সমাধান করবেন।