ভোটে হারলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পুরুলিয়ার বিদায়ী পুরপ্রশাসক

সাথী দাস, পুরুলিয়া, ৯ ফেব্রুয়ারি : “যদি হেরে যাই রাজনীতি ছেড়ে দেব। বিধায়ক যদি হারে তাহলে ওকে পদত্যাগ করতে হবে, এই কথাটা জনসমক্ষে একবার বলে দেখাক।” বুধবার জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা শেষে কার্যত বিজেপি বিধায়ককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী পুরপ্রশাসক নবেন্দু মাহালি।

অন্যদিকে “উনি কোনদিন নির্বাচনে জয়ী হননি। ওনাকে শুধু মাথার উপরে বসিয়ে পৌর প্রশাসক করে দেওয়া হয়েছে। ওই দলে শুধু সার্কাস পার্টির খেলা হচ্ছে।” নাম না করে এভাবেই প্রাক্তন পৌর প্রশাসক নবেন্দু মাহালিকে তুলধনা করলেন বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি।

এদিন মনোনয়নপত্র জমার শেষ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই জুজুধান তৃণমূল-বিজেপি সমর্থিত প্রার্থীরা হাজির হন জেলাশাসক দপ্তরে এভাবেই একে অপরকে তুলোধোনা করলেন বিজেপি-তৃণমূল প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাশাসক চত্বর এলাকাজুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিধায়ক ছাড়াও বিজেপির প্রার্থীরা একে একে জেলাশাসক দপ্তরে প্রবেশ করে মনোনয়নপত্র জমা করেন। সেখানে একে-অপরকে চ্যালেঞ্জ করেন প্রার্থীরা। বিশেষ করে পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দুই হ্যাভিওয়েট প্রার্থী প্রাক্তন পৌর প্রশাসক নবেন্দু মাহালি এবং বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি দুইজনের রেকর্ড ভোটে জেতা এবং পৌরবোর্ড গড়ার বিষয়ে আশাবাদী বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *