আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: বিশ্ব প্রেম দিবসে অবহেলার ছবি দেখা গেল গড়বেতা রেলস্টেশনে। ডান হাতের কব্জি থেকে সামনের অংশ কেটে পড়ে যাওয়ায় যন্ত্রণায় কাতরাতে থাকেন ভবঘুরে এক বৃদ্ধা। এই অবস্থায় প্রায় দু’ঘণ্টা কেটে যাওয়ায় রক্তে ভেসে যায় স্টেশন চত্বর। তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে উপস্থিত ব্যক্তিদের রক্তে ভেসে যাওয়া মর্মস্পর্শী দৃশ্যের ছবি বন্দি করতে দেখা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির তলা দিয়ে পার হওয়ার সময় মালগাড়ি হঠাৎ চলতে শুরু করলে বৃদ্ধার ডান হাতের কব্জি কেটে যায়। মহিলার আর্তনাদে রেল কর্তৃপক্ষও সাড়া না দেওয়ায় কয়েকজন সুহৃদ ব্যক্তি স্টেশন ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর স্টেশন ম্যানেজার তৎপর হয়ে বৃদ্ধাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন।