সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ আগস্ট: চাষের কাজ সেরে সস্ত্রীক বাড়ি ফেরার পথে জলের তোড়ে তলিয়ে গেল এক প্রৌঢ়। স্ত্রী ও বৌমার সামনেই ঘটে যায় এই ঘটনা। গতকাল সন্ধ্যায় তলিয়ে যাওয়ার পর আজ শনিবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। মৃতের নাম সমর বাউরি (৪৮)।
মেজিয়া থানার লক্ষ্মণবাঁদি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা জোড় পার হতে গিয়ে এই ঘটনা ঘটে। গত ২ দিন ধরে বাঁকুড়া জেলাজুড়ে ভারি বৃষ্টির জেরে জোড় দিয়ে প্রবল বেগে জলের স্রোত বইছে। জোড়ের ওপারে চাষের জমি থাকায় চাষ আবাদ করতে জোড় পেড়িয়ে যেতে হয় গ্ৰামবাসীদের।নজোড়ের উপর কোনো সেতু না থাকায় জল পেরিয়ে যাতায়াত করতে হয়। এদিন চাষের জমিতে ধান পোঁতার কাজ করতে গিয়েছিলেন সমর বাউরি, তার স্ত্রী ও বৌমা। সন্ধ্যার সময় মাঠের কাজ সেরে জোড় পার করতে গিয়ে স্ত্রী ও বৌমা পার হয়ে এপারে উঠে এলেও জলের তোড়ে ভেসে যান তিনি। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাত হয়ে যাওয়ার ফলে তল্লাশি চালানো যায়নি। আজ সকালে বিপর্যয় মোকাবিলা টিম এসে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালায়। বেশ কিছুটা দূরে জোড়ের একটি বাঁকে পাথরের খাঁজে তার দেহ পাওয়া যায়। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।