আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: “ঘাটাল সেচ দফতরের এসডিও-র অফিস জোর করে দখল করে নিল পুলিশ। এসডিও’র নেমপ্লেট খুলে রাতারাতি লাগিয়ে দেওয়া হলো ঘাটাল থানার আইসি’র নাম।” শনিবার এক্স হ্যান্ডলে এই তথ্য দিলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।
তিনি লিখেছেন, অবাক করা কাণ্ড। বন্যার সময় উদ্বাস্তু হয়ে গেলেন সেচ দফতরের অফিসার কর্মীরাই। এখানেই শেষ নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের যাবতীয় নথিপত্রও পুলিশ দখল নিয়ে নিয়েছে। বোঝো কাণ্ড! বেচারা সেচ দফতরের কর্তারা বড় কর্তাদের জানিয়ে বিহিত চেয়েছেন।
ঘাটাল মাস্টার প্ল্যানের কোনও নথি যে আর সেচ দফতরের কাছে নেই তাও জানিয়ে দিয়েছেন কর্তারা। একেই বলে শাসকের আইন। মগের মুলুক। পুলিশ মানে রাজ্য। রাজ্য মানে পুলিশ। দেখুন আপনারা সেচ দফতরের ঠোঁট ফুলিয়ে কাঁদার চিঠিটিও সঙ্গে দিলাম।