India, Bangladesh, ভারত-বাংলাদেশ সম্পর্কে আশাবাদ দেখছেন উপ দূতাবাসের নয়া প্রথম সচিব

আমাদের ভারত, ১৫ মার্চ: সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে প্রথম সচিব (প্রেস)-এর দায়িত্ব নিয়েছেন তারিকুল ইসলাম ভুঁইঞা ওরফে তারিক চয়ন। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর কয়েক মাস পদটি শূন্য ছিল। পেশায় সাংবাদিক ছিলেন তারিক। তাঁর বিশ্বাস, ভারত-বাংলাদেশ সম্পর্ক আশাবাদের মধ্যেই উন্নীত হবে।

শনিবার নিজস্ব বাসভবনে একান্ত সাক্ষাৎকারে ’১০-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ (এডুকেশন অ্যান্ড রিসার্চ) তারিক জানান, “কুমিল্লায় ছাত্রজীবনেই লেখালেখির হাতেখড়ি। ২০১২ থেকে তাঁর পুরোদস্তুর সাংবাদিক জীবন। প্রথমে ‘জনকন্ঠ’, তারপর (’১৩-’১৬) ‘বাংলাভিশন’, তার পর বছর দুই ‘কালের কন্ঠ’-র ইংরেজি সংস্করণে, তারপর আরও বছর পাঁচ ‘মানবজমিন’-এ কাজ করেছেন।

জন্ম কুমিল্লায়। আওয়ামি লিগের কট্টর বিরোধী এবং তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনুসের স্নেহভাজন হিসাবে বছর ধরেই পরিচিতি আছে তারিকের। এ প্রসঙ্গে তারিক বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিএনপি-র ছাত্র সংগঠন করতাম। সাংবাদিকতায় আসার পর রাজনীতির সঙ্গে যোগ ছিলো না।”

ডঃ ইউনুসের একাধিক বিদেশসফরে সঙ্গী হয়েছেন তারিখ। এ প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, “তিনি ক্ষমতায় আসার পর সুখের পায়রা হয়ে তাঁর সফরসঙ্গী হইনি। পালাবদলের আগে যখন ডঃ ইউনুস নানাভাবে চরম আক্রমণের শিকার হচ্ছিলেন, সেই অবস্থায় ’২৩-এ মালয়েশিয়া এবং ’২৪-এ ফিলিপিন্স, তাঁর সফরসঙ্গী হয়েছি। তাঁর একাধিক সাক্ষাৎকার নিয়েছি।”

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন করলে তারিক চয়ন ডঃ ইউনুসের সুরেই বলেন, ”বাংলাদেশের বৃহৎ প্রতিবেশি দেশ ভারত। দু’দেশের সম্পর্ক ভালো আছে, থাকবে। এই সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা কোনওভাবে উপেক্ষা করা যাবে না।” আশাবাদের মধ্যেই উন্নীত হবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, তারিক চয়নের স্ত্রী ইশরাত তারিককে বাংলাদেশ সরকার সহকারি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *