আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর মাহেন্দ্রক্ষণে দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিক প্রবেশ হয়। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, নতুন সংসদ ভবনের নাম পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নাম সংবিধান সদন।
মঙ্গলবার সকালে পুরনো সংসদ ভবন ছাড়ার সময় সংসদের সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতীয় গণতন্ত্রের বহু ইতিহাসের সাক্ষী পুরনো সংসদ ভবনকে। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রীও পুরনো সংসদ ভবনের প্রতিটি ইটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে পুরনো সংসদ ভবন।
এরপরই মোদী বলেন, সকলের অনুমতিতে পুরনো সংসদ ভবনের নাম হবে “সংবিধান সদন”। অন্যদিকে নতুন সংসদ ভবনের নাম হবে “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া”। মোদী আরও বলেন, “আমি লালকেল্লায় ১৫ আগস্টে বলেছিলাম, এটাই সঠিক সময়, ভারত আবার নতুন চেতনায় জেগে উঠেছে। ভারত এক নতুন শক্তিতে ভরপুর। এই চেতনা ও শক্তি কোটি কোটি মানুষের স্বপ্নকে সংকল্পে পরিণত করতে পারে। সেই সংকল্পকে বাস্তবে রূপ দিতে পারে। মোদীর দাবি, ভারত খুব শিঘ্রই তৃতীয় শক্তিশালী দেশ হয়ে উঠতে চলেছে গোটা বিশ্বের কাছে।