আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৫ এপ্রিল: দুদিন ধরে নিখোঁজ থাকার পর গম ক্ষেত থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। মৃত যুবকের নাম নূর ইসলাম শেখ (২৯)। বাড়ি বীরভূমের মুরারই থানার বাহাদুরপুর গ্রামে। শনিবার সকালে গ্রাম সংলগ্ন পাগলা নদীর ধারে গমের ক্ষেতে ছাগল চড়াতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান এলাকার মানুষ। দুষ্কৃতীরা খুন করার পর কোনো কিছু দিয়ে তার মুখ পুড়িয়ে দেয়। ফলে যুবককে চিনতে কিছুটা সমস্যা হচ্ছিল। পরিবারের লোকজন তার পোশাক দেখে চিনতে পারেন।
মৃত যুবকের ভাই আলি হাসনাত শেখ বলেন, “বৃহস্পতিবার রাতে একটি ফোন পেয়ে দাদা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর ফেরেনি। ফোনের অপর প্রান্তের যিনি ছিলেন তিনি সম্ভবত দাদার পতিচিত ছিল। কারণ দাদা তুই তুই করে কথা বলছিলেন। পরের দিন সকালে আমরা মুরারই থানায় নিখোঁজ ডায়েরি করি। তারপর এদিন দেহ উদ্ধার হল। মনে হচ্ছে ওইদিন রাতেই দাদাকে খুন করা হয়েছে। দাদার মুখের দাঁত ভাঙ্গা ছিল। মুখ পুড়িয়ে দেওয়ায় চিনতে সমস্যা হচ্ছিল। তবে কারা খুন করেছে বলতে পারব না।”
গ্রাম সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মোবাইলের পাশাপাশি অন লাইনে টাকা লেনদেনের ব্যবসা করতেন। অন লাইন ব্যবসা করতে গিয়ে কিছু টাকা বাজারে ঋণ হয়েছিল। মনে হচ্ছে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় খুন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।