সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ এপ্রিল: এক শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বড়জোড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুজিত সিকদার (২৫)। বাড়ি নদিয়া জেলার ভীমপুর থানার
বসন্ত নগরে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি। তিনি বলেন, পুলিশকে মৃত্যুর সঠিক তদন্ত করার আবেদন জানানো হয়েছে।
মৃতের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল রাতে তাকে মেসের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারাই তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে, ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।