ফের হিন্দু নির্যাতন পাকিস্তানে! অপহৃত সংবাদমাধ্যমের আধিকারিক, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

আমাদের ভারত, ১৩ এপ্রিল: পাকিস্তানে ফের হেনস্থার শিকার সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি। পাকিস্তানের এক নামি সংবাদ মাধ্যমের আধিকারীককে অফিস থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু ঘটনার পর দুদিন কেটে গেলেও তার খোঁজ পাওয়া যায়নি। ছেলের সন্ধান পেতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন মা, কিন্তু কোনো সুরাহাই হয়নি।

অপহৃত ওই সংবাদমাধ্যমের কর্মীর নাম আকাশ রাম। পাকিস্তানের বিখ্যাত সংবাদ বোল নিউজের সঙ্গে দীর্ঘদিন তিনি যুক্ত ছিলেন। সংস্থার মার্কেটিং হেড পদে কর্মরত ছিলেন আকাশ। মঙ্গলবার অফিস থেকেই তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। আশেপাশের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আকাশের অপহরণের দৃশ্য।

মঙ্গলবার সকাল ৬:০০টা নাগাদ বোল নিউজ এজেন্সির দপ্তর থেকে আকাশকে অপহরণ করে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আকাশের সঙ্গে তার নিরাপত্তা রক্ষী ও ২ পরিচালককেও অপহরণ করা হয়। রুপোলি রংয়ের একটি গাড়িতে ধরে বেঁধে তোলা হয় আকাশকে। তারপর সংবাদ সংস্থার অফিসের চারপাশে চক্কর কাটে গাড়িটি‌। তারপর চলে যায়। যাওয়ার আগে সংস্থার সমস্ত সিসিটিভি নষ্ট করে দেয় আঁততায়ীরা

এতবড় একটা ঘটনা ঘটলেও পুলিশ সেভাবে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ঘটনার বেশ কিছুদিন পরে বিষয়টি অন্যদের নজরে আসে। সংবাদ সংস্থার তরফে আকাশের অপহরণের খবর প্রকাশ করা হয়। ছেলেকে ফিরিয়ে আনুন প্রশাসনের কাছে কাতর আর্জি জানান আকাশের মা। কিন্তু ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার পর্যন্ত আকাশের কোনো খোঁজই পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *