পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ নভেম্বর: নর্দমা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বুধবার সকালে বালুরঘাট শহরের উচাবঙ্গি এলাকার ঘটনা। এদিন সকালে ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাট জেলা হাসপাতালে। এই ঘটনা নিয়ে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা।
পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম সনাতন মহন্ত, বয়স ১৮বছর। পেশায় সে রংমিস্ত্রি ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল সনাতন। এদিন সকালে তার মৃতদেহ বাড়ি থেকে কিছুটা দুরে উচাবঙ্গি এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় পরিবারের লোকেরা। ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ বাহিনীও। মৃতর পরিবারের লোকেদের দাবি, সনাতনকে খুন করে নর্দমায় ফেলে রাখা হয়েছে।
মৃতর আত্মীয় দীপক দত্ত বলেন, কোনও অসুস্থতা বা নেশাগ্রস্ত ছিল না সনাতন। তাকে খুন করে নর্দমায় ফেলে রাখা হয়েছে। ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন তারা।