Court handed over land, Hindus, Lakshagriha case, ফের ধাক্কা খেল মুসলিম পক্ষ! বাঘপতে লাক্ষাগৃহ মামলায় মাজারের ১০০ বিঘা জমি হিন্দুদের হাতে তুলে দিল আদালত

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: ফের জয় হিন্দু পক্ষের। উত্তরপ্রদেশের বাগপতে লাক্ষাগৃহ মামলায় বড় রায় দিল জেলা ও দায়রা আদালত। পশ্চিম উত্তর প্রদেশের বাঘপতের বরণওয়াতে চলা লাক্ষাগৃহ বিবাদে ধাক্কা খেলো মুসলিমরা।

৫৪ বছর পর গতবছর শুরু হয় এই মামলা শুনানি। ১৯৭০ সাল থেকে এই মামলার রায় ঝুলে ছিল। বাঘপত জেলা এবং দায়রা আদালতের রায় অনুযায়ী এই মামলায় অবশেষে হিন্দু পক্ষের জয় হয়েছে। আদালতের রায় অনুযায়ী হিন্দুদের হাতে তুলে দেওয়া হলো ১০০ বিঘা জমি। মাজারের মালিকানা দেওয়া হলো হিন্দুদের।

দশজনের বেশি হিন্দু পক্ষের তরফে সাক্ষীদের বক্তব্য শুনেছে বাঘপত জেলা দায়রা আদালত। সিভিল কোর্টের বিচারক শিবম দ্বিবেদী আগেই মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়েছিলেন।

আদালতে এই মামলাটি হিন্দু ও মুসলিম পক্ষের মধ্যে বিগত ৫০ বছর ধরে চলছিল। হিন্দুদের দাবি ছিল, এই অংশে মাজারের আগে মহাভারতের লাক্ষাগৃহ ছিল। ফলে এই জমি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এবং এর ধর্মীয় গুরুত্ব আছে।

২০১৯ সালের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়। কাশিতে জ্ঞানব্যাপী মসজিদের অন্দরে হিন্দু মন্দির থাকার প্রমাণ মিলতেই ইতিমধ্যে মসজিদের বেসমেন্টে শুরু হয়েছে পূজার্চনা। জ্ঞানব্যাপীর অন্দরে ওজুখানাতে শিবলিঙ্গ থাকার দাবি করেছেন হিন্দুরা। সেখানেও এএসআই সার্ভের দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

এদিকে মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমি বিবাদেও হিন্দু পক্ষ মালিকানার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। তাতেও মন্দির ভেঙ্গে মসজিদ গড়ার প্রমাণ মিলেছে। তার মধ্যেই বাঘপতের মাজারের জমির মালিকানা হিন্দুদের হাতে চলে আসায় স্বভাবতই উচ্ছ্বসিত তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *