আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ জুন: অত্যাধিক গরমে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো বীরভূমের রামপুরহাট চামড়াগুদাম মসজিদ কমিটি। বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই রক্তদান শিবিরে ১০২ জন রক্তদান করেন। তার মধ্যে ১০ জন মহিলা এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক কবি ঘোষ, রাজ্য সহ সম্পাদক রাজেশ পালিত, প্রাক্তন জনস্বাস্থ্য আধিকারিক কাজল কৃষ্ণ বণিক, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার, রামপুরহাট থানার আই সি সুকোমল ঘোষ।
অনুষ্ঠানে রক্তদান আন্দোলনের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়। তাদের হাতে সামাজিক সম্মাননা তুলে দেওয়া হয় চামড়াগুদাম মসজিদ কমিটির পক্ষ থেকে।